Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যুবদল কর্মীকে অপহরণ ও গুমের অভিযোগে ১০ বছর পর মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ১০:৪০:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের যুবদল কর্মী পলাশ হোসেনকে অপহরণ ও গুমের ১০ বছর পর লক্ষণপুর ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ভবেরবেড় গ্রামের মৃত বাবলু ফারাজীর ছেলে নিহতের ভাই মুরাদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমনি অভিযোগের ঘটনায় থানায় কোন মামলা অথবা জিডি আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন বেনাপোল থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবু নাসের মো. ফরিদ উদ্দীন। 

অপর আসামিরা হলো, শার্শার লক্ষণপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া ও তার ছেলে পিন্টু, ভাই বেনাপোলের ছাত্রাপাড়ার বাসিন্দা কবির হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ও তার ভাই আশানুর রহমান আশা, বেনাপোলের মৃত সামছের এর ছেলে মিজাক এবং চৌগাছার দিঘলসিংহা গ্রামের ইদ্রিস মন্ডলের ছেলে শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আলমগীরের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দীন।

মামলার অভিযোগে জানা গেছে, পলাশ হোসেন বেনাপোলের যুবদল কর্মী ছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা প্রায় সময় পলাশকে খুন-জখমের হুমকি দিত। ২০১৫ সালের ১০ জুন আসামি মিজাক ফোন করে পলাশ হোসেনকে বাড়ির সামনে দেখা করতে বলে। রাত ৯ টার দিকে পলাশ ও তার স্ত্রীসহ স্বজনরা বাড়ির বাইরে এসে দেখে আসামি মিজাক ও পিন্টু মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে আছে। পলাশ তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা তাকে মোটরসাইকেলে উঠিয়ে শিকারপুরের দিকে নিয়ে যায়। রাত ১০ টার দিকে স্বজনরা পলাশকে ফোন দিয়ে নিশ্চিত হয় চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়ার বাসায় নিয়ে গেছে। রাত সাড়ে ১০ টার দিকে পলাশের মোবাইল ফোন বন্দ পাওয়ায় স্বজনরা চিন্তায় পড়ে যায়। এরপর পলাশ হোসেনকে খোঁজাখুজির পর উদ্ধারে ব্যর্থ হয়ে নিখোঁজ পলাশের স্ত্রী ১২ অক্টোবর বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করেন। বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় ওই সময় জিডির তদন্ত করেনি থানা পুলিশ। পলাশ হোসেনকে অপহরণ ও গুমের অভিযোগে ওই সময় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। আসামিদের ভয়ে তখন আদালতেও মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)