খুলনা প্রতিনিধি : খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান হলসমূহ পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসে পরীক্ষা ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান এবং চিফ ইনভিজেলেটর ড. মোঃ মুঈন উদ্দিন উপস্থিত ছিলেন।