মাগুরা প্রতিনিধি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ তার সকল কর্তৃত্ব হারিয়েছে। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে জুলাই আগস্টে হত্যা করা হয়েছে শত শত তাজা প্রাণ যুবককে। ঝরে গেছে অসংখ্য মায়ের মেধাবী সন্তান। ফ্যাসিস্ট সরকার বিগত সময়গুলোতে একনায়কতন্ত্র কায়েম করে যে নির্বাচনগুলো করেছিল সেটি ছিল পাতানো নির্বাচন। এ নির্বাচনে মানুষ ভোট দেয়নি। এখন সময় এসেছে মানুষের মত প্রকাশ করার। তাই আগামী ফেব্রুয়ারি মাসে অন্তবর্তী সরকারের যে নির্বাচন হবে সেটি হবে অবাধ ও নিরপেক্ষ। এই নির্বাচনে আমরা আশা রাখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট দেবে।
জুলাই শহীদদের স্মরণে প্রতি জেলায় নির্মিত হবে জুলাই স্মৃতি স্তম্ভ। জুলাই শহীদের সকল যোদ্ধা আমাদের গর্ব। প্রতিবছর পাঁচই আগস্ট যোদ্ধাদের স্মরণে এ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠান নানা হবে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় শহরের ঢাকা রোড পানি উন্নয়ন বোর্ডের পার্কে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এ কথাগুলো বলেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাশ্বতি শীল, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ ও এনডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৬ লক্ষ ৩২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে জুলাই শহীদদের স্মরণে এ স্মৃতি স্তম্ভটি।