জীবননগর প্রতিনিধি: দামুড়হুদায় মেয়াদ উত্তীর্ণ মিষ্টি সামগ্রী রাখায় মিষ্টি বাড়ি প্রতিষ্ঠানের মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় সাদমান ট্রের্ডাসে বিভিন্ন বিষয়ে তদারকি করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ ও অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন দামুড়হুদা সেনেটারি ইন্সপেক্টর নিয়ামুল ও চুয়াডাঙ্গা পুলিশ।