মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: জুলাই শহীদদের মাঝে কেন্দ্রীয় জামায়াতের আমির ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যা বর্তমান সরকারও দিতে পারেনি বলে মন্তব্য করেছেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন। তিনি বলেন, আমাদের দলের অন্যতম কাজই হলো সমাজ সেবা ও সমাজ সংস্কার।
সোমবার সকালে তিনি উপজেলার জিউধারা ইউনিয়নের বড়ইতলা গ্রামে রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জিউধরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কবির আহম্মেদের সভাপতিত্বে মোরেলগঞ্জ উপজেলার ১২নম্বর জিউধরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইউনিয়নের জাহিদ ডিজিটালের বাড়ি থেকে আব্দুল আউয়ালের দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল।
সংস্কার কাজের অর্থায়ন করেছেন মালয়েশিয়া প্রবাসী সমাজসেবক মো. জালাল হাওলাদার, এবং বাস্তবায়ন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিউধরা ইউনিয়ন শাখা। প্রকল্পটির আওতায় প্রায় দশ লাখ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার ইট সোলিং রাস্ত সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।