প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে শনিবার ‘উদ্যোক্তার চিন্তার ভিন্নতা’
শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুর-উন-নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ইনচার্জ ) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রভাষক সামিয়া সানজাবীন। সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকসহ বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।