খুলনা প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক ভর্তির চলমান কার্যক্রমের প্রেক্ষিতে খুলনায় অভিযান চালিয়ে ভর্তি সংক্রান্ত প্রতারণায় জড়িত চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১১ টায় খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটি (আবাসিক)-তে অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। অভিযানের সময় প্রতারক চক্রের দুই সদস্য পালানোর চেষ্টা করে। তবে খুলনা নৌ গোয়েন্দা কার্যালয়ের সদস্য মাসুদ রানা, এবি (সঃ সংখ্যা ২০১৮১০৩১) প্রায় ৩ কিমি ধাওয়া করে সাহসিকতার সঙ্গে তাদের আটক করেন। অভিযানকালে হোটেল সোসাইটির ২০ নম্বর কক্ষ থেকে বিভিন্ন নকল প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক ব্যাংক চেক, স্ট্যাম্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। কক্ষটি চক্রটি অফিস কক্ষ হিসেবে ব্যবহার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা চাকরি প্রার্থীদের নিকট থেকে ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প সংগ্রহ করেছিল। সেই সঙ্গে তাদেরকে ভুয়া প্রশ্নপত্র ও উত্তর সরবরাহ করা হয়। ওই তিনটি হোটেল থেকে ১৬ জন চাকরিপ্রার্থীকে পাওয়া যায়, যাদের মধ্যে ৩ জনের মাঠ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ১৩ জনের পরীক্ষা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর খুলনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, নাবিক ভর্তি প্রক্রিয়া একটি সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পদ্ধতি। এতে কোনো আর্থিক লেনদেন কিংবা কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততার সুযোগ নেই। তিনি আরও জানান, ভর্তির পুরো সময়জুড়েই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে কোনো প্রতারক চক্র সাধারণ চাকরি প্রত্যাশীদের বিভ্রান্ত করতে না পারে।