খুলনা প্রতিনিধি : ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও দৈনিক প্রবাহের আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউ—৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে। জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। ধ্রুব অ্যালায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রটেক্ট কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু সাংবাদিকদের ঝুঁকি ও করণীয় বিষয়ে ও আনিছুর রহমান কবির জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কার্যক্রম সর্ম্পকে পাওয়ার পয়েট উপস্থাপন করেন।