Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০৩:৫৯:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক জসিম উদ্দিন (৫২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের যাত্রী আজম আলী (৭০) গুরুতর আহত হন। মঙ্গলবার বেলা সোয়া ১০ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার রাজাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন কোদালিয়া গ্রামের মনির উদ্দিন মন্ডলের ছেলে। আহত আজম আলী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কেশবপুর উপজেলার তেঘরী  গ্রামের মৃত সোনালী সরদারের ছেলে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক হেফাজতে নিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মাছ ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৬-৯৪৪২) মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজবাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালক জসিম উদ্দিন ঘটনাস্থলে মারা যান। ইজিবাইকের যাত্রী আজম আলী গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসেন। তারা হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাইওয়ে পুলিশ জসিম উদ্দিন একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। পরে মরদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়। দুর্ঘটনায় আহত আজম আলীর পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।

বারবাজার হাইওয়ে পুলিশের ওসি মহাসিন আলী জানান, দুইজন হতাহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)