নিজস্ব প্রতিবেদক : যশোরে পুরস্কার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন।
মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমি প্রসঙ্গে এই অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান প্রধান অতিথি ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’ এই প্রতিপাদ্যে ৬ অক্টোবর শুরু হয় শিশু অধিকার সপ্তাহ।
সপ্তাহ উদযাপন উপলক্ষে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২ শতাধিক শিশু শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা শেষে শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি এসব কর্মসূচির আয়োজন করে।