Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে গৃহবধূ তুলতুলি আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী-শ্বশুর অভিযুক্ত

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০১:২৭:৫৮ এম

 

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলি আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শ্বশুরকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন। অভিযুক্ত আসামিরা হলো, মৃত তুলতুলির স্বামী রোহিতা গ্রামের ফয়সাল হোসেন ও শ্বশুর আব্দুর রশিদ।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আসামি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের মাধ্যমে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে আটক ও তুলতুলিকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তুলতুলিকে পিতার জিম্মায় দেয় আদালত। আসামি ফয়সাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গত মে মাসে ফের তুলতুলিকে অপহরণ করে নিয়ে বিয়ে করে সংসার শুরু করে। তুলতুলিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় পরিবার। তুলতুলিকে শ্বশুর বাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করত। গলায়দড়ি ও কীটনাশক পানে আত্মহত্যা করতে বলতো শ্বশুর বাড়ির লোকজন। 

গত ৩০ জুলাই দিবাগত রাতে তুলতুলি আত্মহত্যা করেছে বলে সংবাদ পায় তার স্বজনেরা। এ ঘটনায় তুলতুলির পিতা তৌহিদুল ইসলাম পলাশ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ১ আগস্ট মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)