শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বন রক্ষীরা অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার সময় আরো তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ২ বোতল বিষসহ ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। রোববার ২১ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুভদীপ স্টেশন সংলগ্ন এলাকায় বিষ দিয়ে মাছ ধরছে এমন গোপন সংবাদে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা জেলেদের কাছ থেকে কাছ দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করে । আটক জেলেরা হলো শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের বাসিন্দা মোঃ খলিল, মোঃ আল আমিন ও জাহিদ।
শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, আটককৃতদের বিরুদ্ধে বনবিভাগের আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়ছে। তিনি আরো জানান গত এক মাসে নয় জেলেকে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।