ক্রীড়া প্রতিবেদক: যশোরে তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ (বালক/বালিকা) সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে স্থানীয় সুইমিংপুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুহম্মদ বুরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। তিনি জানান, প্রাথমিকভাবে ৭৩ সাঁতারু অংশ নেন প্রশিক্ষনের জন্য। এখান থেকে ৪০ সাঁতারু নিয়ে মূল প্রশিক্ষণ আজ বুধবার থেকে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাঁতার পরিষদে সাবেক সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ক্রীড়া সংগঠক কাওসার আলী, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এস এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।