Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউর নতুন ক্যাম্পাসে অ্যাডমিশন জোনের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৪:৫৭:২৩ এম

 

খুলনা প্রতিনিধি: খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসে অ্যাডমিশন জোনের উদ্বোধন করা হয়েছে। সকাল ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের সাথে সাথে মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ক্যাম্পাসে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশ্ববিদ্যালয়ের সফলতা অর্জনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নতুন ক্যাম্পাসে আগমনের ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ফল সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে বিগত সময়ের রেকর্ড অতিক্রম করেছে। আমরা আশা করছি, কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শীঘ্রই সকল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। নতুন এ্যাডমিশন জোনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বোচ্চ সেবা পাবেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে দু’টি হেল্পডেক্স স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ক্ষেত্রে অটোমেশনসহ অন্যান্য সুবিধা সৃষ্টি করে আরও দৃষ্টিনন্দন করা হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)