মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ নানাবিধ যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নানের অপসারণ এবং শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার সকালে চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষুদে শিক্ষার্থীরা, শিক্ষকসহ এলাকার স্থানীয় সাধারন জনতা তাদের বক্তব্যের মাধ্যমে ওই শিক্ষকের এমন ন্যাক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে খুবই দ্রুত চরিত্রহীন লম্পট শিক্ষকের অপসারণ সহ তার সর্বোচ্চ শাস্তির দাবী করে।
এর আগে ওই শিক্ষকের অপকর্মের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট সহকারী শিক্ষক হান্নানের ক্লাস বর্জন ও তার শাস্তি চেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিল শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষক মো: আব্দুল হান্নান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম্য শত্রুতার কারণে স্থানীয় একটি মহল তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচার চালিয়ে আসছেন।
মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা বলেন, সহকারী শিক্ষক মো: আবাদুল হান্নানের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে এবং প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি জানতে পেরেছি।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: শাহীনুর আক্তার বলেন, ঘটনাটি জেনেছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে ।