Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জেলার ৭০৬ স্থানে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

গুজবে কান না দেয়ার আহবান যশোর জেলা প্রশাসকের

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ১২:০২:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গাপূজার পাঁচ দিন যশোর জেলার মন্ডপ এলাকায় ইসলামিক জলসা বা ওয়াজ মাহফিল করার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে হবে। সেই সাথে পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে গুজবে কান না দেয়ার আহবান জানানো হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা  উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে  রোববার কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পূজা অনুষ্ঠান উদযাপন করতে হবে। জেলার মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলতে হবে। এর পাশাপাশি বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের পরিচয়পত্র দেয়াসহ মোবাইল নম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপস্থাপন করেন।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, এবার জেলার ৭০৬টি মন্দির ও মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হবে।

এর মধ্যে সদর উপজেলায় ১৬২টি, অভয়নগরে ১২৭, কেশবপুরে ৯৮, মণিরামপুরে ৯৬, বাঘারপাড়ায় ৯০, ঝিকরগাছায় ৫৪, চৌগাছায় ৫০ ও শার্শায় ২৯ পূজা মন্ডপ।

প্রস্তুতিসভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নানা সমস্যার কথা বলেন। কিছু মন্দিরে আর্থিক সংকটের কারনে সিসি ক্যামেরা স্থাপন করতে পারেনি। সন্ধ্যার পরে বিসর্জনের যে সময় দেয়া হয় সেই সময়ের মধ্যে বিসর্জন দেয়া কষ্টকর হয়ে পড়ে। বিসর্জনের সময় বৃদ্ধির  দাবি জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন- শারদীয় দূর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেয়া হবে।

এসময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, যশোর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ, ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলাই চন্দ্র পাল, শার্শা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)