কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই নিরাপত্তা পাবার অধিকার রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সনাতন ধর্মের মানুষেরা নির্বিঘ্নে নির্ভয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে। যথাযথ ভাবে এ উৎসবটি পালনে সহযোগিতা করতে ইতোমধ্যে বিএনপির থেকে টিম গঠন করা হয়েছে। তাই বিএনপি বরাবরই আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে ১০১ টি দূর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন।
কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে দুপুরে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ সার্বজনীন কালিবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মিত্র। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাস, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাসহ সনাতনী সম্প্রদায় ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।