Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরায় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টে মাগুরার শুভ সূচনা

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০২:৩৫:৪৬ এম

 

খাজুরা (যশোর) প্রতিনিধি: দুপুরের পর থেকেই মাঠে যাওয়ার প্রস্তুতি। চারিদিকে রঙিন বেলুন, ব্যানার, ফেস্টুন ও মুখরোচক সব খাবারের দোকান। খেলা শুরুর আগ থেকে মাঠে ঢোকার দীর্ঘ সারি। মাঠ ভর্তি দর্শক। সবার মধ্যে টানটান উত্তেজনা। খেলার প্রথমার্ধের ৮ মিনিটে প্রথম গোলটি করেন স্মিতা মুমু দলের লেফট উইং-ব্যাক সাব্বির। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এক পর্যায়ে ২০ মিনিটের মাথায় স্টাইকার মিরাজ আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ দল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে পরাজয় সঙ্গী হয় কাজীপাড়া ক্লাবের।

শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের চিত্র ছিল এটি। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ। এদিন বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয় নকআউটের এ ফুটবল লড়াই।

এর আধাঘন্টা আগে নানা রঙের বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস। উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার মিরাজ। ধারাবিবরণীতে ছিলেন মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।

আগামী ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাগুরার শালিখা ব্রাদার্স ইউনিয়ন ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)