ক্রীড়া প্রতিবেদক : যশোরে ১৪ সেপ্টেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে অংশ নেবে স্বাগতিক যশোর ও নড়াইল জেলা দল। শুক্রবার যশোর জেলা দলের কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়। ম্যানেজার করা হয় আজিজুল ইসলাম শুকুরকে, সহকারী ম্যানেজার আশরাফ হোসেন, প্রশিক্ষক আনোয়ার পারভেজ,সহকারী কোচ মুস্তাফিজুর রহমান মুন্না। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির আহবায়ক মাহতাব নাসির পলাশের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত হবে জাতীয় এ প্রতিযোগিতা। যশোর ও নড়াইল জেলা দলের খেলাটি হয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়।