মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ধলহরা , চাঁদপুর গ্রামে সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলা চাঁদপুর পোস্ট মোড়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহতরা হলেন, ধলহরা গ্রামের তারিকুল ইসলাম (৩৫) টিক্কা খান (৩০) শরিফুল ইসলাম (৩৭) সাবিনা ( ৩৮) আহতদেরকে সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনা স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে চাঁদপুর পোস্ট অফিস মোড়ে ইজিবাইক দাঁড় করিয়ে রাখাকে কেন্দ্র করে আতিয়ার ও এরশাদ জমাদ্দার ইজিবাইক চালক দাউদ মোল্লার ছেলে সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দলহরা গ্রামে লোকজন চাঁদপুর ফকির পাড়া দাউদ মোল্লা লোকজনের উপর হামলা চালায় বাড়িঘর ভাঙচুর করে।
সংঘর্ষে হাতিয়ার মেম্বারের লোকজন ভোর সকালে প্রতিপক্ষ দাউদ মোল্লার লোকের উপর হামলা করে। এ সময় ১০ থেকে ১৫ টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
চাঁদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে থেকে সামাজিক বিরোধকে কেন্দ্র করে ধলহরা চাঁদপুর গ্রামের মধ্যেও উত্তেজনা বিরাজ করছিল। এরই এক পর্যায়ে রাস্তার উপর ইজিবাইক দাঁড় করিয়ে রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আইয়ুব আলী বলেন, চাঁদপুর ও ধলহারা গ্রামে ভোর সকালে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।