নিজস্ব প্রতিবেদক : যশোরের বিজিবি ৪টি সোনার বারসহ অমিত বিশ্বাস নামে এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। আটক অমিত বিশ্বাস ফরিদপুরের জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। বিকেলে আটক অমিতের বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল রাজারহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে অমিত বিশ্বাসকে আটক ও তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬.৪৬ গ্রাম। এ ছাড়া তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক অমিত বিশ্বাস জানিয়েছে, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। জব্দকৃত সোনার বার ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক অমিতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।