প্রেসবিজ্ঞপ্তি : ২ সেপ্টেম্বর যশোর শহরের মুজিব সড়কস্থ রাঙা প্রভাত স্কুলের সহসভাপতি ফরিদা সিদ্দিকা তার নিজ প্রতিষ্ঠিত ফরিদা সিদ্দিকা শিশু পাঠাগার উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা।
উদ্বোধন শেষে বিদ্যালয়টির হল রুমে পরিচালনা পরিষদ সদস্য মো. মহিদুল হক খানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাবরীনা নাজ তন্বী ও সহকারী শিক্ষক কামরুন্নাহার সুমির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মো. জসীম উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, নব কিশলয় স্কুল এর অধ্যক্ষ লায়লা শারমিন সুলতানা, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, রাঙা প্রভাত স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি কর্মবীর এবিএম ফজলুল করিম ফয়জু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এ. মাস্উদ হিমেল।