নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সাথে মতবিনিময়সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।