ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় দিলুকা বেগম (৫৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাজার ফলের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত নারী সাজিয়াড়া গ্রামের মতিয়ার শেখের স্ত্রী। তিনি খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন দিলুকা বেগম। তখন খুলনাগামী ঢাকা মেট্রো গ-১১-৯৭৪৬ নম্বরের একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। দিলুকা বেগমের মাথার বাম পাশ থেতলে গেছে। তবে মঙ্গলবার দুপুরের দিকে তার জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।