ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম। বক্তব্যদেন অবপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: কারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, সোনালী ব্যাংক ম্যানেজার হিরন্ময় বিশ্বাস, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা আবুল কাশেম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, অ্যাড: মনিমুর রহমান নয়ন, আবু তালেব হাওলাদার, মুক্তিযোদ্ধা খোকা বাবু প্রমুখ।