Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আকিজ গ্রুপের সেলস ম্যানেজারকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ০১:০২:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : আকিজ গ্রুপের এরিয়া সেলস ম্যানেজারকে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ব্যবসায়ী সুজন হোসেনসহ অপরিচিত ১২/১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুর খাটুয়াডাঙ্গা গ্রামের হযরত আলী মোড়লের ছেলে কর্মকর্তা গোলাম হোসেন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সুজন হোসেন যশোর সদরের হামিদপুর বাজারের ব্যবসায়ী ও চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গোলাম হোসেন আকিজ গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে যশোরে কর্মরত আছে। গত ৩১ আগস্ট ব্যবসায়ী সুজন হোসেন ছদ্দনাম রনি পরিচয়ে মোবাইলে গোলাম হোসেনকে ফোন করে এক ট্রাক ময়দা ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেন। ময়দার টাকা দেয়ার কথা গোলাম হোসেনকে যশোর শহরের মার্কাজ মসজিদ এলাকায় আসতে বলেন রনি। বিকেল সাড়ে ৩ টার দিকে গোলাম হোসেন মার্কাজ মসজিদের পাশের রাস্তায় পৌঁছালে রনি ওরফে সজিবসহ অন্যরা তার গতিরোধ করে মারপিট করে জখম করেন। এরপর রনি ওরফে সজিবসহ অন্যরা গোলাম হোসেনকে একটি গাড়িতে তুলে হামিদপুর তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে গোলাম হোসেনকে ফের মারপিট করে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নেয়। এরপর রনি ওরফে সজিবসহ অন্যরা নগদ ১০ হাজার ৫শ’ টাকা ও ক্রেডিট কার্ড থেকে ১৭ হাজার ৫শ’ তুলে নেয়। পরবর্তীতে আসামি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করানোর জন্য মারপিট করলে চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সংবাদ জানতে পেরে অফিসের লোকজন তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)