Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যৌতুক মামলায় ২বছর কারাদণ্ড

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যৌতুক মামলায় সালাম হোসেন নামে ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সালাম মণিরামপুরের চাকলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এক রায়ে এ সাজা দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৪ জুলাই আসামি সালাম মশ্মিমনগর গ্রামের মনিরুজ্জামানের মেয়ে খাদিজা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর গহনাসহ ৩ লাখ টাকার সাংসারিক মালামাল দেয়া হয় সালামকে। বছর যেতে না যেতে আসামি সালাম ব্যবসার কথা বলে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে খাদিজার উপর শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০২৩ সালে ১০ আগস্ট যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সালাম তার স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেন। ২০২৪ সালের ৩ মে মীমাংসায় ব্যর্থ হয়ে ৫ মে আদালতে মামলা করেন খাদিজা খাতুন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সালাম হোসেন পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)