ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মাণাধীন রান্নাঘরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, নতুন নির্মাণাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রুতা মুলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জিডিমূলে উদ্ধাকৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।