Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় ওয়ান এক্সের ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা!

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:৪৮ পিএম

 

ডুমুরিয়া প্রতিনিধি: অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে জীবন গেলো প্রধান শিক্ষক গনেশ মন্ডলের (৫৫)। কোটি টাকার দেনার বোঝা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভিনদেশি প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। বিভিন্ন এজেন্টের মাধ্যমে পরিচালিত এ অনলাইন জুয়ার আসরে ডুমুরিয়ায় প্রতিদিন বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে। ওয়ান এক্স বেটের নেশায় অনেক ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও যুবক নিঃস্ব হয়ে পথে বসেছে। লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন মির্জাপুর গ্রামের গনেশ মন্ডল। খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। সে দুই ছেলে-মেয়ের জনক ছিলেন। অত্যন্ত সুখি পরিবার ছিলো তাদের। শিক্ষক হিসেবেও অনেক সুনাম ছিলো তার। শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুরে কৈ মাছের প্রজেক্ট করেন। গত দুই বছর বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরসাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে। গ্রামের অধিকাংশ মানুষের মুখে মুখে রটে গেছে এ বিষয়টি। যদিও পরিবারের দাবি সে জুয়া খেলতেন না। কিন্তু পরিবারের কাছে আবার সবকিছু তিনি শেয়ার করতেন না বলে তার স্ত্রী ছন্দা মন্ডল জানিয়েছেন। তিনি বলেন, ‘সবসময় টেনশন করতেন। শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমায়। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দিবে সবাইকে বলেছিলো। কিন্তু বেপরোয়া চাপ দিয়েছে তাকে।’

থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রোববার সকালে লাশের সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ভিনদেশি অনলাইন জুয়ার নেশা একটি ভয়ংকর সর্বনাশা খেলা। এ পথে যারাই নেমেছে অর্থ-সম্পদ হারিয়ে তারা সর্বশ্বান্ত হয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে অনলাইন জুয়াড়িদের গ্রেফতার কার্যক্রম শুরু করেছে। কিছুদিন আগে মির্জাপুর এলাকা থেকে জুয়া সিন্টিকেটের এক সদস্যকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে মৃত্যুর খবর শুনে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মনির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু, গাজী আব্দুস সালাম, আ. বারী গোলদার, মাহামুদুর রহমান গোলদার, আব্দুর রশিদ জব্বার, বিশ্বজিৎ রায়, পঙ্কজ তরফদার, শর্মীলা ঢালী, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাসসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী তাকে দেখতে গেছেন। প্রধান শিক্ষক গনেশ মন্ডলের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।    

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)