যশোরে শনাক্তের হার ১৮ শতাংশ: একদিনে মৃত্যু ৫,শনাক্ত ৫১

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৫:০৭:২২ এম

বিল্লাল হোসেন: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ২৮১ নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীদে শনাক্তের হার ১৮ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যশোরে করোনায় মৃত্যু ও শনাক্ত ক্রমেই কমছে। 

সিভিল সার্জন অফিস জানিয়েছে,  এর আগে গত ৭ আগস্ট জেলায় করোনায় শনাক্ত ১১৫ জন,  ৬ আগস্ট শনাক্ত ১৩৫, মৃত্যু ৫ জন, ৫ আগস্ট শনাক্ত ১৩৫ জন , মৃত্যু ৬ জন, ৫ আগস্ট শনাক্ত ১৫০ জন, মৃত্যু ৭ জন, ৪ আগস্ট শনাক্ত ১৫০ জন, মৃত্যু ৭ জন, ৩ আগস্ট শনাক্ত ১৬৬ জন, মৃত্যু ৭ জন, ২ আগস্ট শনাক্ত ১৫৫ জন , মৃত্যু ৩ জন  এবং ১ আগস্ট শনাক্ত ৮৬ জন ও মৃত্যু ৭ জন।

হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন মৃত ৫ জন হলেন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার শেখ ওয়াহেদ আলীর ছেলে আব্দুর লতিফ (৭৬), এড়েন্দা গ্রামের ইসলামের স্ত্রী নার্গিস বেগম (২৬), চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী রিক্তা বেগম (৩৪) , মণিরামপুর উপজেলার আটসরা গ্রামের মহর আলীর ছেলে আনোয়ার হোসেন (৭০) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯০)। উপসর্গ নিয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৭৫ টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৬ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। জিন এক্সপার্ট মেশিনে ৬ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজেটিভ হয়। মোট শনাক্ত ৫১ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, কেশবপুর উপজেলায় ২ জন, ঝিকরগাছা উপজেলায় ৮ জন, অভয়নগর উপজেলায়  ১১ জন, মণিরামপুর উপজেলায় ২ জন,  শার্শা উপজেলায় ৫ জন ও চৌগাছা উপজেলায়  ৫ জন রয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ৮ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ১৯ হাজার ৭৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯২ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৩৯৬ জন। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪১০ জন।