কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুরের সভাপতি শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক সুপ্রভাত কুমার বসু, আব্দুল হালিম, আজিজুর রহমান, মতিয়ার রহমান, স্বপন কুমার, অজিত মুখার্জী ও নাজমুল আলম। এ সময় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষক প্রবীর কুমার দত্ত, সরদার মোস্তফা কামাল হিরো, আবুল কাসেম, আব্দুল গফুর, এনসিপি প্রতিনিধি সাজিদ আরাফাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রচার সম্পাদক মনিরুজ্জামান শাহীন।