কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কপিলমুনি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপি নেতা মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র সদস্য শেখ সামসুল আলম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, পাইকগাছা থানা কৃষক দলের সাবেক সভাপতি আবুবক্কার সানা ও খুলনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ শাহ আলম, মাস্টার মোঃ রায়হান, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ রেজাউল মোড়ল, জিএম নুরুজ্জামান, রায়হান, জিএম আজর আলী, মোহাম্মদ বাবুল সরদার, শামছুর সরদার, মোঃ আলাউদ্দিন ঢালী, কৃষক দলের সেকেন্দার আলী, আঃ মজিদ গাজী, আঃ জলিল বিশ্বাস, শেখ মুন্না প্রমুখ। সভা সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকার।