ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া বাজারে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বাজারের চাল পট্টিতে খলসী গ্রামের মোঃ শফিউল্লাহ গাজী ও গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের দখলীয় থাকা সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টা করছে। এমন খবরের ভিত্তিতে রোববার বিকালে অবৈধ ওইসব স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, বাজারে সরকারি জায়গায় দখলীয় থাকা ব্যবসায়ীরা অবৈধভাবে পাকা ইমারত নির্মাণ করছে একের পর এক। মাঝে মধ্যে প্রশাসন বাঁধা হয়ে দাঁড়ালেও তা অদৃশ্য শক্তির বলে নির্মাণ অব্যাহত থাকে। শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকাকালীন তারা নির্মাণ কাজ চলায়। এভাবে গড়ে উঠেছে বাজারের অধিকাংশ ভবনগুলো।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, ডুমুরিয়া বড় বাজারের চাল পট্টিতে সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টাকালীন মোঃ শফিউল্লাহ গাজী ও জিল্লুর রহমান খানের দুটি স্থাপনায় অভিযান চালানো হয়েছে। এছাড়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মোঃ আইয়ুব আলী খানের ৪তলা ভবন, আব্দুল মজিদ শেখের দ্বিতলা ভবনসহ অবৈধ সকল স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থাপনা গড়ে তুলবে আগামীতে বাজারের ঘর বরাদ্দ দেয়া থেকে সেই সব ব্যবসায়ীকে বঞ্চিত রাখা হবে। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন, উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, উপজেলা সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা রাজীব হোসেন, নাজির কিরণ বালাসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।