অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ আগস্ট) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন ও সরকারি হাসপাতাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে শাহ্ আমিন বেকারি ও রাজধানী বেকারিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মো. আব্দুল মতিন, অভয়নগর থানা পুলিশসহ এলাকাবাসী।