মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান সভায় সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার আসমা আখতার, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।