চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় জুলাই শহিদ জাবির-আল-আমিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পে রোগীরা সেবা নেন।
জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এর তত্ত্বাবধানে এবং আদ দ্বীন সকিনা মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগিতায় ১১ জন চিকিৎসকসহ ২২০ জনের মেডিকেল টিম রোগী দেখেন।
এই ক্যাম্পে শিশু, চক্ষু, গাইনি, মেডিসিন ও ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।
আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
এই ক্যাম্পে ৫০ সানি রোগী বাছাই করা হয়েছে। তাদের সম্পূর্ণ ফ্রিতে সানি অপারেশনের ব্যবস্থা করবে ক্যাম্পের আয়োজকেরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ, নায়েব আমির মাও নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, হাফেজ আমিন উদ্দিন, আশরাফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।