চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসালামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদসদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পচিালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আমিন উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ১১ নম্বর সুকপুকুরিয়া সুকপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম প্রমুখ।