Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কামড়ে নারীর আঙুল কর্তন, ট্যানা আটক

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:১৫ পিএম

চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কামড়ে নারীর আঙুল কেটে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। রোববার উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী নারীর স্বামী চার জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় তাহাজ্জত ওরফে ট্যানা নামে একজনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়  আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ার আমিন উদ্দিনের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা প্রায়ই প্রতিবেশী এক নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে গ্রামে কয়েকবার সালিস মীমাংসাও হয়েছে। ঘটনার দিন ওই নারী তার নিজের দোকানে বসে দোকানদারি করছিলেন। এসময় ট্যানা সেখানে গিয়ে  ওই নারীর শারীরিক গঠন নিয়ে নানা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে  নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হয়ে তাকে দোকান থেকে চলে যেতে বলেন। কিন্তু তারপরও ট্যানা তাকে উত্ত্যক্ত করতে থাকলে ওই নারী তার স্বামীসহ পরিবারের সদস্যদের বিষয়টি জানাবে বলে জানালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে মারামারি বেঁধে যায়। মারামারির এক পর্যায়ে  ট্যানা ভুক্তভোগী নারীর বাম হাতের কনিষ্ঠ আঙুল দাঁত দিয়ে কামড়ে ছিড়ে ফেলে। ছিঁড়ে ফেলা আঙুলের সাথে প্রায় এক ফুট শিরা ছিঁড়ে চলে আসে। আহত ঐ নারী চৌগাছা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে  থানায় গিয়ে তার স্বামী চার জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের সাথে সাথে চৌগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা আমরা একজনকে আটক করেছি বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)