মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন। তিনি গণসংযোগ,পথ সভা, বিভিন্ন সামাজিক কাজে যোগদান সমাবেশসহ নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।
তারই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে গভীর পর্যন্ত মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে আমতৈল মাদ্রাসা জামে মসজিদে নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ শেষে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে জামায়াত - শিবিরের নেতাকর্মীরা সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও ভোট কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত দ্বায়িত্বশীল সমাবেশ, পথসভাসহ ব্যাপক গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।