Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ব্রেন টিউমারে আক্রান্ত রাসেল বাঁচাতে চায়

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ০১:০২:১২ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত রাসেল সরদার (২৬) বাঁচতে চায়। দেড় বছর আগে তার পরিবার জানতে পারে রাসেল ব্রেন টিউমারে আক্রান্ত। সেই থেকে তারা ছেলেকে সুস্থ করতে ধার-দেনা করে চিকিৎসা করিয়েছেন। বিক্রি করেছেন বসতবাড়িসহ জমি। তারপরও কোনো লাভ হয়নি। বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে রাসেলকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। সে জন্য প্রয়োজন অন্তত সাত লাখ টাকা।

অসুস্থ রাসেল সরদার নড়াইল জেলার শেখহাটী মহিষখোলা গ্রামের আসলাম সরদার ও রাশিদা বেগমের বড় ছেলে। চিকিৎসার খরচ জোগাতে এখন তার মা যশোরের অভয়নগর উপজেলায় বসবাস করছেন।

শনিবার দুপুরে রাসেলের মা রাশিদা বেগম বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে অসুস্থ হলে কর্তৃপক্ষ তাকে দেশে পাঠিয়ে দেয়। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো পর চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা শেষে জানায় রাসেলের ব্রেন টিউমার হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ছেলের চিকিৎসা করাতে বসতবাড়িসহ জমি বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা খরচ করা হয়েছে। এরপর ধান-দেনাও করা হয়েছে। এখন ছেলের চিকিৎসা ও ওষুধ কেনার মত কোনো টাকাও তাদের নেই। সর্বশেষ ঢাকার একজন চিকিৎসক বলেছেন, ব্রেন টিউমার অপারেশন করলে রাসেল সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে। অপারেশন খরচ প্রায় সাত লাখ টাকা।’

রাশিদা বেগম চোখের জল মুছে বলেন, ‘ছেলের ব্রেন টিউমার অপারেশনের জন্য সাত লাখ টাকা প্রয়োজন। সেই টাকার জন্য তিনি সমাজের বিত্তবানসহ সব শ্রেণির মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- রাসেল সরদার ০১৯২৩-৭৬৯৭৬২ (বিকাশ)।’     

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)