প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মণিরামপুর শাখা সম্মেলন ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পার্টির নেতা সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে জেলা প্রতিনিধি ছিলেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন । সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন মহিবুল্লাহ। বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মাহবুবুর রহমান মজনু , জেলা কমিটির সদস্য সুশীল দাস,জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রকৌশলী আবু হাসান , অভিমনু মন্ডল, মনোরঞ্জন বিশ্বাস।
সম্মেলনে নেতৃবৃন্দ, সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার কায়েমের লড়াইকে এগিয়ে নিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে মণিরামপুর শাখার সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস ও মহিষহাটির সম্পাদক অভিমনু মন্ডল নির্বাচিত হয়।