নিজস্ব প্রতিবেদক: মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের ফকিররাস্তা বাজার মোড়ে বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন এবং বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহিদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, সাবেক ইউপি সদস্য ফজলু রহমান মোল্যা, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, হাসাডাঙ্গা ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।