কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ে ওই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রিজাউল করিমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মানস কুমার হালদার। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ মন্ডল, অভিভাবক মিহির কান্তি মন্ডল, অসীম বিশ্বাস প্রমুখ।