Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় বাংলা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:১৪:৫৫ পিএম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মসিয়ার রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। ২৮ আগস্ট সকাল সাড়ে দশটায় স্কুল ও কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডি সভাপতি শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল আলম লিটন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক আ: মালেক রেজা, ইসলামের ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক মাওলানা মোশারফ হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক উত্তম কুমার মন্ডল, আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক শামীম আহসান পলাশ, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র প্রভাষক নজরুল ইসলাম সরদার, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক হাফিজিয়া খানম, সহকারী শিক্ষক আল মামুন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে নাহিদ ইসলাম, মামনি আক্তার ও শারমিন আক্তার। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও উপহার প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)