মাগুরা প্রতিনিধি: সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে সদরের রাউতাড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব এই কর্মসূচির আয়োজন করে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নানাজাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মাগুরা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলমান থাকবে। আমরা বৃক্ষ রোপণ করে পরিবেশকে সুন্দর করতে চাই।