Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে নারী শিক্ষকের যোগদান

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ০১:০১:৪০ পিএম

কেশবপুর  প্রতিনিধি : বে-সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) নিয়োগ প্রাপ্ত হয়ে মোছাঃ ফারহানা ইসলাম গত মঙ্গলবার সকালে কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ভুগোল শাখায় যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাকসহ কলেজে শিক্ষক কর্মচারীবৃন্দ। এ সময়  কলেজ কর্তৃপক্ষ ফারহানা ইসলামের হাতে নিয়োগপত্র তুলে দেন।

জানা গেছে, ফারহানা ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯  সালে ভুগোল ও পরিবেশ বিদ্যায় অনার্স ও ২০২১ সালে একই সাবজেক্ট নিয়ে  মাস্টার্স কমপ্লিট করেন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পাকা  গ্রামের সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের ছোট মেয়ে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)