নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেছেন, সামাজিক আন্দোলন গড়ে না তুলতে পারলে পৃথিবীর সব দেশের পুলিশ এক করলেও আইনশৃঙ্খলার উন্নতি করা সম্ভব না। আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে সাধারণ মানুষের সম্পৃক্ত করতে হবে। সোমবার সকালে মণিরামপুর থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরও বলেন, গত ২৪-এর ৫ আগস্টের পর থানায় নতুন নতুন অফিসার এসেছেন। যে কারণে তারা এ উপজেলার অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে পুরোপুরি অবগত নয়’ সে কারণে আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে সাধারণ জনগণের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। জনগণের সঠিক তথ্য ও সহযোগিতা অপরাধ দমনে সহায়ক হবে।
অনুষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে আলোচনা বিশেষ গুরুত্ব দেয়া হয়।
থানার উপ-পরির্দশক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্কেল-খ (মণিরামপুর-কেশবপুর) ইমদাদুল হক, থানা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।