কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের জলাবদ্ধ পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক অসহায় পরিবারের মাঝে সেমিপাকা পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০টি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয়।
পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের মাঝে টয়লেট স্থাপনের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক রুপালী রাণী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপী ও পাঁজিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল।