বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গত শনিবার বাঘারপাড়া চৌরাস্তা এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী সমাজের শতাধিক সদস্য মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ইমারত হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন, বাজার কমিটির সভাপতি মশিউল আজম, বিশেষ অতিথি ছিলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি আ. রাজ্জাক, জয়নাল আবেদিন, উপদেষ্টা ইলিয়াজ , বাজার কমিটির সদস্য সৌখিন হোসেন, লিটন হোসেনসহ সাংবাদিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।