Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

এখন সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫৭:৪৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াহেব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষক এস এম ফারুক আহমেদ, নাজমুননাহার সুমা, কালের কণ্ঠ’র অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, হাফেজ নাইমুল হাসান জনি, অভিভাবক জিএম বাচ্চু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেণির তৌফিকুল ইসলাম, অর্ঘ্য বিশ্বাস, আনাস ইবনে জিয়া, নবম শ্রেণির দোলা মণ্ডল ও সিদরাতুল মুনতাহা ইকরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘের সহসভাপতি রাজয় রাব্বি, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাংগঠনিক সম্পাদক মতিন গাজী, সদস্য আসজাদ ইসনাদ, হাসান মাসুদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)